Header Ads

Header ADS

Diabetics Tree

আস্সালামু আলাইকুম,
nicedjbd.blogspot.com সাইটে Diabetics Tree বিভাগে আপনাকে স্বাগতম।

আমাদের এই সেবাতে আপনি পাচ্ছেন –

বিশ্বের বিপুল জনপ্রিয় ডায়াবেটিকস গাছ ক্রয় করার সেবা।

উপকারিতা:

* গাছটির ২ টি পাতা প্রতিদিন সকালে খালি পেটে সেবনে শুধু সুগার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণই নয় তরতাজা রাখে কিডনি ও লিভার এবং রোধ করে ব্লাড প্রেসার । এই গাছের রস এবং পাতার গুড়া চায়ের মতো সেবনে ডায়াবেটিস ও প্রেশার থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
* সুগার স্বাভাবিক মাত্রার তুলনায় আরো কমিয়ে হাইপোগ্লাইসেমিয়ার বিপদ ডেকে আনে না।

ব্যবহারবিধি:

যাদের ডায়াবেটিকস, প্রেশার এবং কোলস্টেরল আছে, তাদের প্রতিদিন সকালে খালি পেটে ২টি পাতা সেবন করতে হবে। ইনসুলিন ব্যবহারকারী এবং গ্যাস্ট্রিক আক্রান্তদের ক্ষেত্রে সকালে খালি পেটে ২টি পাতা ও রাতে শোবার আগে ২টি পাতা সেবন করতে হবে।

পরিচর্যা ও রোপণ পদ্ধতি:

গাছটি খুবই অল্প জায়গা নেয়। টবেই অনায়াসে রোপণ করা সম্ভব। সর্বনিন্ম ১০ ইঞ্চি টবে গোবরের সার ও মাটি মিশিয়ে চারা রোপণ করতে হবে এবং প্রতিদিন নিয়মিত সকাল-বিকাল পানি দিতে হবে। বছরে অন্তত দু'বার মিশ্র সার ব্যবহার করতে পারেন।

No comments

Powered by Blogger.